Shoroter Shesh Thekey (শরতের শেষ থেকে) By Inamul Tahsin Lyrics
Lyrics
Shoroter Shesh Thekey (শরতের শেষ থেকে) By Inamul Tahsin
Music & Singer: Pritom Hasan
কন্ঠঃ Pritom Hasan (প্রিতম হাসান)
কথাঃ Inamul Tahsin
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে
আর গল্প শোনাবে তোমার আমার
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে
শরতের শেষ থেকে
শরতের শেষ থেকে
MUSIC VIDEO Shoroter Shesh Thekey
